Friday, August 29, 2025
Homeবিনোদনমন্নত ছেড়ে সপরিবারে ভাড়াবাড়িতে শাহরুখ! ফ্ল্যাট বেচলেন গৌরী...

মন্নত ছেড়ে সপরিবারে ভাড়াবাড়িতে শাহরুখ! ফ্ল্যাট বেচলেন গৌরী…

ওয়েব ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খানের(Bollywood Badsha Sharukh Khan) বড় সাধের ইমারত ‘মন্নত'(Mannat) ছেড়ে অন্যত্র যাবার খবর আগেই এসেছিল।এবার কিং খান সপরিবারে ভাড়াবাড়িতে ঠাঁই নিলেন। শাহরুখ পরিবারের কাছে ‘মন্নত’ পিঠস্থান। শুধু তাই নয়, দর্শন প্রার্থীদের জন অরণ্যের ঢেউ এই প্রাসাদের সামনে বড় চেনা দৃশ্য ছিল। শেষ শাহরুখের জন্মদিন হোক কিংবা ছবি মুক্তির প্রাক্কালে বান্দ্রার(Bandra) এই প্রাসাদের বাইরে জনঅরণ্যের ঢেউ এবং কোলাহল বেশ অনেকদিন মিস করবেন কিং খান।আর এই অবস্থাতেই নিজের ফ্ল্যাট বিক্রি করে চর্চার শিরোনামে উঠে এলেন শাহরুখ-জায়া গৌরী খান(Gouri Khan,Wife of Sharukh Khan)।
প্রসঙ্গত, বছর তিনেক আগে মুম্বইয়ের দাদার এলাকার পশ্চিমে একটি বিলাসবহুল ফ্ল্যাট সাড়ে আট কোটি টাকা দিয়ে কিনেছিলেন গৌরী খান। ফ্ল্যাটটি ১১.৬১ কোটি টাকা দিয়ে বিক্রি করলেন গৌরী।
প্রসঙ্গত, এবছর তিন খানের দুজনকে দেখা গেলেও দেখা দেননি বাদশা। এমনকি শেষ বারের জন্মদিনে ‘মন্নত’এর বারান্দায় তার অনুরাগীরা বলিউড সম্রাটের।

আরও পড়ুন:ভারতের সবচেয়ে ধনী কমেডিয়ান কপিল শর্মা নন! তবে কে!

কিন্তু মন্নত ছেড়ে কোথায় গিয়ে সপরিবারে থাকছেন শাহরুখ! জানা গেছে স্ত্রী সন্তানদের নিয়ে মুম্বইয়ের কার এলাকার পশ্চিম পালি হিলসেল এক বাংলায় তিনি ভাড়া থাকবেন। এই বিলাস বহুল বাংলোটি জ্যাকি ভাগনানির(Jackky Bhagnani) থেকে আগামী তিন বছরের জন্য লিজে নিয়েছেন বাদশা। শাহরুখকে প্রতিমাসে এই বাংলার জন্য প্রায় সাড়ে এগারো লক্ষ টাকা ভাড়া গুনতে হবে।

কিন্তু হঠাৎ মনত ছেড়ে কেন বলিউড বাদশা, ভাড়া বাড়িতে উঠে গেলেন তা নিয়ে এখন অনুরাগীদের মধ্যে চর্চা বেশ কিছুদিন ধরে চলছে।
আসলে স্বপ্নের বাংলো মন্নতের কলেবর বাড়ানোর পরিকল্পনা করেছেন শাহরুক পত্নী গৌরী। গৌরী নিজে একজন ইন্টেরিয়ার ডেকরেটের। শাহরুখের পরিবার ছাড়াও তার দিদিও এই বাংলাতেই থাকেন। আগামী মে মাস থেকে মন্নত এর সারাইয়ের কাজ শুরু হবে। সম্ভবত বাড়ির দুটি আরও ফ্লোর বাড়িয়ে আট তলা করার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে আনুমানিক খরচা পড়বে ২২৫ কোটি টাকা।

Read More

Latest News